
আজ শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ৯টি সিনেমা। এবারের কানে আছে বাংলাদেশও, স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীবের ‘আলী’।
কান চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ৬টির পরিচালক নারী। এর চেয়ে বড় চমক, ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা। এবার জুলিয়া দুকোর্নোর আলফা, রিচার্ড লিংকলেটারের নুভেল ভাগ, ওয়েস অ্যান্ডারসনের দ্য ফিন্যান্সিয়াল স্কিমকে স্বর্ণপাম জয়ের হট ফেবারিট মনে করছেন অনেক সমালোচক। আবার অনেকে মনে করছেন, দারদেন ভ্রাতৃদ্বয়ের দ্য ইয়াং মাদার্স হোম, তারিক সালেহর ইগলস অব দ্য রিপাবলিক, জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাগুলো সেরার দৌড়ে এগিয়ে থাকতে পারে। তবে কার হাতে শেষ পর্যন্ত পুরস্কার উঠবে, সেটা বোঝা যাবে ২৪ মে, উৎসবের সমাপনী দিনে।
জোহানসনের ডাবল
কান উৎসব অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে—দুই ভূমিকাতেই পাওয়া যাবে তাঁকে। ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল সিনেমা দ্য ফিন্যান্সিয়াল স্কিম জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। বেনিসিও দেল তোরো, টম হ্যাংকসের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। অন্যদিকে পরিচালক হিসেবে অভিনেত্রীর প্রথম সিনেমা এলেনর দ্য গ্রেটও জায়গা পেয়েছে উৎসবে। সিনেমাটি লড়বে আঁ সার্তে রিগা বিভাগে।
‘আলী’ নিয়ে থাকবেন আদনান
উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’। ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’ ছবিতে অভিনয় করেছেন আল আমিন। যিনি গান করেন এবং ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। এ ছাড়া আছেন ইন্দ্রানী সোমা।
কারা থাকবেন বিচারক
ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে আছেন আটজন। সবচেয়ে বড় চমক পায়েল কাপাডিয়া। গত বছর এই ভারতীয় নির্মাতার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট গ্রাঁ প্রি জিতেছিল। এ ছাড়া আছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। আরও আছেন দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং।
নতুন করে ‘অরণ্যের দিনরাত্রি’ ও ‘দ্য গোল্ড রাশ’
সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বার্লিন উৎসবে স্বর্ণভালুকের জন্য লড়েছিল। সিনেমাটির ফোর-কে সংস্করণ এবার দেখা যাবে কান চলচ্চিত্র উৎসবে। ছবির নতুন সংস্করণটি তৈরি করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট। প্রদর্শনী উপলক্ষে কানে আমন্ত্রণ পেয়েছেন ছবির অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গাড়োয়াল, প্রযোজক পূর্ণিমা দত্তসহ সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। শর্মিলা কানে যাওয়ার কথা নিশ্চিত করলেও অসুস্থতার কারণে থাকতে পারবেন না সিমি। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল।
মুক্তির শতবর্ষ উপলক্ষে কানে প্রদর্শিত হবে চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ। সিনেমার কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন চ্যাপলিন। ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক সিনেমাটির এ বছর শতবর্ষ পূর্তি হচ্ছে। ১০০ বছর উপলক্ষে সিনেমাটিকে নতুনভাবে ফিরিয়ে এনেছে এমকে ২ ফিল্মস। ২৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। এবারের কান ক্ল্যাসিকস বিভাগের সেরা আকর্ষণ হিসেবে আগামীকাল উৎসবের শুরুর দিনে প্রথমবারের মতো প্রদর্শিত হবে সিনেমাটির ফোর-কে সংস্করণ।
প্রসঙ্গ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ‘ধ্বংস’ হয়ে যাচ্ছে। তাই তিনি বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিচ্ছেন। এর পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নতুন সিনেমার প্রচারে গিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হলিউড তারকা টম ক্রুজ। মনে করা হচ্ছে, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে কানে ব্যাপক শোরগোল হবে। বিশেষ করে মার্কিন তারকারা সবাই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়বেন।